• Bhowraid Munshi Momiruddin Dakhil Madrasah - Slide
  • Bhowraid Munshi Momiruddin Dakhil Madrasah - Slide
  • Bhowraid Munshi Momiruddin Dakhil Madrasah - Slide
  • Bhowraid Munshi Momiruddin Dakhil Madrasah - Slide
Md Abul Hossain, Super

মোঃ আবুল হোসেন

সুপার

 

বিসমিল্লাহির রহমানির রহীম

 

সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে এই ইসলামী জ্ঞান চর্চার এই পবিত্র প্রতিষ্ঠানে কাজ করার তাওফিক দান করেছেন । দরুদ ও সালাম পেশ করছি যারা এই মাদরাসার সূচনালগ্ন থেকে জমি, অর্থ, শ্রম দিয়ে আজ পরপারের উদ্দ্যেশে পাড়ি জমিয়েছেন ।

সুদক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত ভাওরাইদ মুন্সী মমির উদ্দিন দাখিল মাদরাসা একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান । দেশের দ্বিমুখী শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও সাধারন শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের ভিত্তিতে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে । আদর্শ জাতি গঠনের জন্য প্রয়োজন ইসলামী জ্ঞান সম্পন্ন আদর্শ নাগরিক । তাই এই অঞ্চলের শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে সমাজে আলিম, ফকিহ, মুহাদ্দিস তথা ইসলামী বিষয়ে বিশেষজ্ঞ তৈরি করাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য । এ লক্ষ্য বাস্তবায়নে ভাওরাইদ মুন্সী মমির উদ্দিন দাখিল মাদরাসা এগিয়ে চলছে দুর্বার গতিতে ।

সরকারের ভিশন-2041 অজর্নের উদ্দেশ্যে, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদরাসা শিক্ষার অধুনিকায়নে, সরকারের গৃহিত কর্মসূচির জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষান্ত্রী ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি সহ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন । বিশেষ করে অত্র মাদরাসার সভাপতি জনাব মোঃ মফিজুল ইসলাম সহ যাদের প্রচেষ্টায় ভাওরাইদ মুন্সী মমির উদ্দিন দাখিল মাদরাসা আজকের অবস্থানে পৌছেছে তাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ।

আল্লাহ তায়ালা আমাদের সকল প্রচেষ্টাকে সাদকায়ে জাজিয়া হিসেবে কবুল করুন । আমিন